নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকীতে
কলাবাগ জামে মসজিদে দোয়া
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা জাতীয় পার্টি নেতা মাঈনুদ্দিন মানুর উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০এপ্রিল বাদ জুম্মা বন্দর ইউনিয়নস্থ কলাবাগ জামে মসজিদে মরহুমের আতœার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয় ।
মিলাদ ও দোয়াপূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে জাপা নেতা মানু বলেন,আমার রাজনৈতিক শিক্ষাগুরু সাবেক এমপি নাসিম ওসমানের মত প্রজ্ঞাবান ও বিচক্ষন নেতা কখনো দেখিনি। তিনি খুব সাধারন জীবন যাপন করতেন। সাধারন মানুষের জন্য তিনি বরাবরই নিবেদিত ছিলেন। তার আকস্মিক বিয়োগে আমি মর্মাহত হয়েছি। কেননা, তাকে আমি খুব কাছ থেকে দেখেছি। অহংকার অহমিকা যেন তাকে স্পর্শই করতে পারেনি। আজ আমার নেতা নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকী। আমি শ্রদ্ধাভরে স্বরন করি ও তার আতœার শান্তি কামনা করি। পরিশেষে দোয়া পাঠ করেন কলাবাগ জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মুফতী মাওলানা রিয়াজুল হক মজুমদার।