টঙ্গী পশ্চিম থানা কর্তৃক আউচপাড়া (কলেজ গেট) শাকিল সরণি এলাকা হইতে এসআই কায়সার হাসান ফারুক এবং এসআই উত্তম কুমার দের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি চৌকস টিম ইংরেজি ২৩/০৪/২০২১ তারিখ রাত 11:30 রাত (এগারটা ত্রিশ) ঘটিকার সময় ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল এবং ০৪:০০ লিটার লিকুইড (যাহা পানির বোতলের মধ্যে ছিল) ফেনসিডিল (সমমান 40 বোতল) যাহা সর্বমোট ৭০ বোতল ফেনসিডিল এবং ফেন্সিডিল বিক্রির নগদ ৩৩৫০০ টাকা সহ এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয় ।
এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নম্বর ১৮ তারিখ ২৪/০৪/২০২১ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল১৪(গ) রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামি শিরিন আক্তার(২৯) স্বামী- আসলাম মিয়া , গ্রাম-সিঁদুর কোরা, থানা- ডামুড্ডা ,জেলা- শরীয়তপুর ।
বর্তমানে গ্রাম -অভিযান 22 খান মঞ্জিল, শাকিল সরণি, থানা – টঙ্গী পশ্চিম, জিএমপি ,গাজীপুর কে জিজ্ঞাসাবাদে সহযোগী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।