অবশেষে ধানকাটা শ্রমিকদের বাস যোগে তাদের গন্তব্যে পাঠিয়ে পুলিশ। আজ শনিবার বিকেল ৪ টার দিকে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাতের সার্বিক সহযোগিতায় তাদেরকে মুন্সিগঞ্জের শ্রীনগর ও হবিগঞ্জের বানিচাং থানা এলাকায় পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার রাত থেকে দুটি ট্রাকসহ ধানকাটা শ্রমিকরা পুলিশ হেফাজতে ছিলো।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘শুক্রবার রাতে পাবনা থেকে দুটি ট্রাক যোগে ১১০ জন শ্রমিক যাত্রা শুরু করে। তারা স্বাস্থ্যবিধি না মেনে অনিরাপদভাবে যাওয়ায় রাতেই তাদের হেফাজতে নেওয়া হয়। রাত গভীর হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের বাসে পাঠানো সম্ভব হয়নি। পরবর্তীতে শনিবার বাস মালিকদের সাথে কথা বলে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহায়তান স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বাস যোগে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।’