বন্দরে বীরমুক্তিযোদ্ধা নুরুল হক আর নেই
বন্দর প্রতিনিধি: বন্দরের বীরমুক্তিযোদ্ধা নুরুল হক (৬৫) আর নেই। ইন্নালিল্লাহী………… রাজিউন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বন্দর স্বল্পের চকস্থ তার নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি নাতনিসহ বহু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন তিনি। মরহুমের নামাজের জানাজা বাদ জুম্মা স্বল্পের চক রোড জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রিয় মর্যাদায় বন্দর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।