যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন সেন্টারে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ কিম পটার ও শহরের পুলিশপ্রধান টিম গ্যানন পদত্যাগ করেছেন। মঙ্গলবার টিম গ্যানন দাবি করেন, ভুলবশত কৃষ্ণাঙ্গ ডন্টেকে গুলি করেছেন কিম।
শহরের মেয়র মাইক এলিয়ট বলেছেন, ডন্টের মৃত্যুর ঘটনাকে গুরুত্বসহকারে দেখছে কর্তৃপক্ষ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। এদিকে ডন্টের মৃত্যুর পর মিনেসোটার বেশ কিছু জায়গায় বিক্ষোভ শুরু হয়। জারি করা হয় কারফিউ। পুলিশ হেড কোয়ার্টার ঘেরাও করে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্ট্রান গ্রেনেড ছোড়ে পুলিশ। প্রসঙ্গত, রবিবার ব্রুকলিন সেন্টার এলাকায় ট্রাফিক নিয়ম ভাঙার কারণে ডন্টের গাড়ি থামানো হয়। এক পর্যায়ে তাকে হ্যান্ডকাফ পরানোর সময় পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়লে তার মৃত্যু হয়। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ অফিসারের বিচারকাজ চলার মধ্যেই রোববার (১১ই এপ্রিল) পুলিশের গুলিতে এই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন।