ইনজুরির কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে তার হাতের একটা আঙুল ভেঙে যায়।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে আঘাত পান স্টোকস। পরে স্ক্যান করলে দেখা যায় তার হাতের একটা আঙুল ভেঙে গেছে। আঘাতের কারণে ম্যাচে এক ওভারের পর আর বল করতে পারেননি এই ইংলিশ অলরাউন্ডার।
যদিও পাঞ্জাবের বিপক্ষে ব্যাট করতে নেমেছিলেন স্টোকস। তবে ২২২ রানের লক্ষ্যে নেমে ৩ বলে শূন্য রানে আউট হন হয়ে যান তিনি। স্টোকসের এই ইনজুরির কারণে বড় ধরণের ক্ষতিতে পড়লো মুস্তাফিজের আইপিএলের দল রাজস্থান রয়্যালস। আইপিএলের শুরুতে দলের আরেক ইংলিশ পেসার জফরা আর্চারও ছিটকে যান ইনজুরিতে।