দেশের আকাশে দেখা গেছে রজমান মাসের চাঁদ। বুধবার থেকে শুরু হচ্ছে রোজা।
ইসলামী ফাউন্ডেশনের একটি সূত্র নিশ্চিত করেছে, চাঁদ দেখা গেছে মুন্সিগঞ্জ, নড়াইল, বান্দরবানে। বুধবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।
এর প্রেক্ষিতে, আগামী ২৬ রমজান অর্থাৎ ৯ মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
১৪৪২ হিজরির রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।