নারায়ণগঞ্জে রুপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূবর্ পাশে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি সিএনজি অটোরিক্সা ও কয়েকজনর পথচারীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন রুপগঞ্জ থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার বিকেলে ঢাকা থেকে তারাবো গামী আসিয়ান পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে একটি সিএসজি ও কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। নিহত পথচারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান, আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলিয়ে গেছে।