করোনাভাইরাসের প্রকোপে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২১। গত মার্চ মাসে স্থগিত ঘোষণা করা হয়েছিল এই টুর্নামেন্ট। তবে খুব বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না এই লিগের জন্য। আগামী জুনে আবারও মাঠে গড়াবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির বোর্ড অব গভর্নরদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে পুনরায় শুরু হবে পিএসএল, যা শেষ হবে ২০ জুন। করাচির মাঠে অনুষ্ঠিত হবে সব খেলা।
করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বায়ো সিকিউর বাবল তৈরি করে হবে বলে জানানো হয়েছে। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে ১৪টি খেলা মাঠে গড়িয়েছিল। এবার দ্বিতীয় দফায় বাকি ২০টি ম্যাচ খেলা হবে। পিএসএলের দ্বিতীয় পর্বে যেসব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম অফিসিয়ালরা খেলবেন, তাদের সবাইকে করাচিতে একটি হোটেলে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর তিন দিনের অনুশীলন শেষে মাঠে নামবেন তারা।