জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১আগষ্ট)দুপুরে রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় আব্দুল হক ভূইয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সেনা প্রধান মেজর জেনারেল(অবঃ) কে এম সফিউল্লাহ (বীর উত্তম),উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জাব্বার খান পিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সভাপতি হাফিজুর রহমান ভূইয়া সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু প্রমুখ ।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।