আহমেদাবাদ ছেড়ে পুনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে পৌঁছাতে আশেপাশে ভিড় জমে যায় ক্রিকেটারদের দেখতে। অনেকেই ভিডিও করেছেন সেই দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে বিরাটের সঙ্গে রয়েছে স্ত্রী আনুশকা শর্মা। নায়িকার কোলে ছোট্ট ভামিকা। মেয়েকে অনেকটা ঢেকে বিমানবন্দরে প্রবেশ করছেন তিনি। তার পেছনে ব্যাগ কাঁধে হাঁটছেন অধিনায়ক।
ভিডিওটি প্রকাশের পর রীতিমতো ভাইরাল হয়ে যায়। আর এটিই স্বাভাবিক। কারণ জন্মের পর ক্যামেরা থেকে মেয়ে যেভাবে আড়াল করেছেন ‘বিরুস্কা’। তাতে তাদের সন্তানকে দেখার আগ্রহ ভক্তদের আরও বাড়ছে। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে নিয়ে সফর করার ব্যাপারে অনুমতি দিয়েছে। পুরো সিরিজেই এখন ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানরা থাকতে পারেন। আহমেদাবাদে টেস্ট চলাকালীনই মেয়েকে সঙ্গে নিয়ে আহমেদাবাদে পৌঁছান বিরাটপত্নী। দুটি টেস্ট ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলতে আহমেদাবাদেই প্রায় একমাস ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবার তাদের গন্তব্য পুনে। সেখানেই মেয়েকে নিয়ে আপাতত থাকবেন আনুশকা শর্মা। উল্লেখ্য, সন্তানের মুখ না দেখানো নিয়ে সবসময় বেশ সতর্ক ‘বিরুস্কা’। মেয়ে জন্মের পর পাপারাজ্জিদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছিলেন। যেখানে অনুরোধ করে লেখা ছিল তাদের মেয়ের ছবি যেন না তোলা হয়। ছবি প্রকাশ না করলেও সামাজিক মাধ্যমে মেয়ের নাম জানিয়েছেন ‘বিরুস্কা’। এমনকি মেয়েকে নিয়ে বিভিন্ন পোস্ট পাওয়া গেছে। তবে মুখের ছবি প্রকাশ থেকে এখনও বিরতিতে আছেন এই তারকা দম্পতি।