নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে রাজপথে মিছিল বা সভা সমাবেশ করবেনা হেফাজত, তবে শান্তিপূর্ণভাবে তার আগমনের প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। সোমাবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মোদীর আগমনের প্রতিবাদ এবং সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন।
মামুনুল বলেন, মোদী ভারতে নিরীহ মুসলমানদের হত্যা করেছেন, এছাড়া মুখ্যমন্ত্রী থাকাকালিন তার প্রত্যক্ষ নেতৃত্বে গুজরাটে মুসলমানদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে তার আগমন মেনে নেয়া যায় না বলে তিনি মন্তব্য করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব শাল্লার হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ওই হামলায় হেফাজতের কেউ জড়িত নয়, যারা হামলাকারী তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।