নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ মাছুয়া বাজার এলাকায় দুটি পশুখাদ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ১২টায় ওই এলাকায় অগ্নিকাণ্ডের খবরপেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত পৌনে বারোটায় নিতাইগঞ্জের মাছুয়া বাজার এলাকায় রিপন ও মফিজের পশুখাদ্যের দুটি গোডাউনে আগুন লাগে মুহূর্তের মধ্যেই দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি তদন্তের পর বলা যাবে।