মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে যোগ দিয়েছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ‘যতকাল রবে পদ্মা যমুনা’ থিমে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। বিকেল সাড়ে চারটায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর তৃতীয় দিনে যোগ দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পবিত্র ধর্মগ্রন্থের পাঠ শেষে মুজিব চিরন্তন থিমের ওপর টাইটেল এ্যানিমেশন ভিডিও পরিবেশন করা হয়।
শুক্রবার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বহনকারি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য ও সরকারের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাগত জানানোর পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অনার।