কোভিড-১৯ সাধারণ মৌসুমি রোগ হিসেবে থেকে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় সতর্কতা ব্যবস্থা শিথিল করার প্রভাব বিষয়ে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। করোনাভাইরাসের গতিপ্রকৃতি নিয়ে প্রথম প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানার চেষ্টা করেছেন, জলবায়ু বা বাতাসের গুণগত মান এ সংক্রমণে নির্দিষ্ট কোনো প্রভাব ফেলছে কি না। এ প্রতিবেদন তৈরি করতে গিয়ে বিশেষজ্ঞরা ধারণা করছেন, কোভিড-১৯ শেষ পর্যন্ত মৌসুমি রোগ হিসেবে থেকে যেতে পারে।
জাতিসংঘের ১৬ সদস্যের সেই বিশেষজ্ঞ দল উল্লেখ করেছেন যে বেশিরভাগ ভাইরাসের সংক্রমণ হয় নির্দিষ্ট মৌসুমে। যেমন ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডজনিত সংক্রমণ হয় নির্দিষ্ট তাপমাত্রায়। আবহায়ার পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এসব ভাইরাস। এক বিবৃতিতে বিশেষজ্ঞ দলটি বলছে, করোনাভাইরাইস যদি বেশ কয়েক বছর থাকে, তা হলে এক সময়ে এটি শক্তিশালী মৌসুমি রোগ হয়ে পড়বে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই করোনাভাইরাস। এ ভাইরাসের সংক্রমণে সারাবিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ২০ লাখেরও বেশি মানুষ।