ডিজিটাল স্টুডিওর অন্তরালে জাল র্সাটিফিকেট ও জাল জাতীয় পরিচয় পত্র তৈরির সরমজামসহ মিঠুন হোসাইন ওরফে ইয়াছিন ওরফে সাব্বির (২৭) নামে এক প্রতারককে আটক করেছে র্যাব-৩ এর সদস্যরা।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় বন্দরের লাঙ্গলবন্ধস্থ ইয়াছিন ডিজিটাল স্টুডিও নামক দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মিঠুন হোসাইন ওরফে ইয়াছিন ওরফে সাব্বির বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার জজ মিয়ার ছেলে। ওই সময় র্যাব-৩ উল্লেখিত দোকানে তল্লাশী চালিয়ে ক্যবলসহ একটি ১৭ ইঞ্চি মনিটর, একটি ডেক্সটপ, কিবোর্ড, একটি মাউস, একটি সিপিইও, একটি ল্যামিনেটিং মেশিন, একটি প্রিন্টার ও একটি র্হাডডিক্স জব্দ করে।
এ ব্যাপারে র্যাব-৩ সিপিএসসি টিকাটুলী উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রোববার (১৪ মার্চ) দুুপুরে মিঠুনকে আদালতে প্রেরণ করে।