কলাগাছিয়া ইউপি চেয়ারম্যানকে আ’লীগ নেতা খালিদ:
গর্ত থেকে বেরিয়ে আসুন,
জনগনের কাছে ক্ষমা চান
ফরাজীকান্দা টু কলাগাছিয়া সংযোগ সড়কটি বহাল রাখার দাবিতে মানব বন্ধনে আ’নেতা খালিদ মাহমুদ কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে বলেন, মানব বন্ধনে সাধারন মানুষের পাশে আপনাকে কেন দেখা যায় না। আপনি কোথায়? আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। ভোটের সময় এলে মানুষের কাছে আসবেন। মানুষ এবার আপনার দেয়া সেই মুলা খাবে না। গর্ত থেকে বেরিয়ে আসুন।
শুক্রবার ১২মার্চ বাদ জুম্মা ফরাজীকান্দা চৌরাস্তা সড়কে সভাপতির বক্তব্যে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আপনি ভালো হয়ে যান। কলাগাছিয়া মানুষের কাছে ক্ষমা চেয়ে মানব বন্ধনে অংশ নেন। মানুষের পাশে থাকেন। আমরা আ’লীগের সমর্থণে কাজিম উদ্দিন ভাইকে আমরা পেয়েছি। তিনি জনবান্ধব নেতা। সব সময় তিনি আমাদের সাথে রয়েছেন। আসুন এলাকার মানুষের স্বার্থে একাতœতা প্রকাশ করে আমাদের দাবী সরকারের দৌরগোড়ায় পৌছে দেই।
এ সময় মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধানসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।