রামগঞ্জে ফলফলাদি বাগান ও ফসলি জমি কেটে ইটভাটায় মাটি নিতে রাস্তা নির্মান, থানায় অভিযোগ
লক্ষ্মীপুর জেলা ক্রাইম রিপোর্টার মোঃ আরিফ হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জে সমেষপুর ও দেহলা কৃষিমাঠ থেকে ইটভাটায় মাটি নিতে সমেষপুর বেজ্জার বাড়ির বৃদ্ধ আবদুল হাই মিয়ার(৯০) ফলফলাদির বাগান ও বিভিন্ন প্রজাতির শাকসবজির জমি জোরপূর্বকভাবে কেটে রাস্তা নির্মান করার অভিযোগ পাওয়া যায় দেহলা গ্রামের মাটি ব্যবসায়ী মিল্লাত হোসেন পাটোয়ারী ও জাকির হোসেনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার সময় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আবদুল হাই বাদী হয়ে রামগঞ্জ থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, দেহলা গ্রামে মৃত জয়নাল আবদীনের ছেলে মিল্লাত হোসেন পাটোয়ারী ও একই গ্রামের মৃত মুসলিম মেস্তুরির ছেলে জাকির হোসেন কৃষিজমি মাটি ইটভাটায় নিতে আবদুল হাই মিয়া ও বিল্লাল হোসেনের ৩০ শত্যাংশ বেগুন, সিম, টমেটো, কাচামরিচ, লাউ ও কুমড়ার ফসলি জমি কেটে পেলে এবং ২০ শত্যাংশ সুপারি ও কলা বাগানের গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি করে। তারা অবৈধ ট্রলি ও ঢ্যাম ট্রাক চলাচলের রাস্তা তৈরী করে। বৃদ্ধ বাধা দিলে তারা তাকে গালমন্দ ও মেরে ফেলার হুমকী দমকী দেয়। অভিযোগের বাদী বৃদ্ধ আবদুল মিয়া জানান, আসামীদ্বয়সহ অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জন দুই দিন আগে সোমবার তার বাগান ও ফসলি জমির উপর দিয়ে মাটি আনা নেওয়ার জন্য রাস্তা নির্মান করার জন্য অনুমতি চায়। তাতে আমি রাজি হয়নি। তাই আজ ভোরে ব্যাপু মেশিন ও ৪ থেকে ৫ জন লোক নিয়ে বাগানের সুপারি গাছ, কলাগাছ ও শাকসবজির কেটে পেলে রাস্তা তৈরী করে। বাধা দিলে তারা আমাকে মেরে টুকরা টুকরা করে পেলবে এবং বাড়িতে থাকতে দিবে না এসব হুমকী দমকী দেয়। তাই থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ করেছি। রামগঞ্জ থানা ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, অভিযোগের আলোকে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, অভিযোগের আলোকে তদন্ত করে, আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।