নাঃগঞ্জে প্রতারক-মামলাবাজ কামাল প্রধানের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ও ডিসি-এসপি বরাবর স্মারকলিপি প্রদান
নারায়ণগঞ্জে কথিত প্রকাশক কামাল প্রধানের বিরুদ্ধে সাতজন ভুক্তভোগী ও তাদের পরিবার পরিজনরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ২২শে ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টার সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ভুক্তভোগীরা ডিসি মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করে কামাল প্রধানের বিরুদ্ধে। মানববন্ধনে বক্তব্য ভুক্তভুগী হাশেম জানান, কামাল প্রধান পত্রিকার প্রকাশক পরিচয় দিয়ে তার কাছ থেকে দিগু বাজারে দোকান ক্রয় করে দিবে বলে দুটি চেকের মাধ্যমে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে দোকান বুঝিয়ে না দিয়ে উল্টো কামাল প্রধান তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তারপর আবুল হাশেম কামাল প্রধানের বিরুদ্ধে এন আই এক্ট ৭৫০/১৯ ও ৭৪৮/১৯ দুটি মামলা বিজ্ঞ ৩ নং যুগ্ম দায়রা জজ আদালতে দায়ের করেন। সেখানে কামাল প্রধানকে বিজ্ঞ আদালত ১বছরের সাজা প্রদান করেন। এতকিছুর পরও কামাল প্রধান পাওনা টাকা সম্পূর্ণ পরিশোধ না করে আমার বিরুদ্ধে ৭১/২১ পিটিশন দায়ের করে হয়রানি করে আসছে। কামাল প্রধানের বিরুদ্ধে আরেক ভুক্তভোগী আনিসুর রহমান জানান কামাল প্রধান তিনটি দলিলের মাধ্যমে আমার পরিবর্তে অন্য একজন লোক দাঁড় করাইয়া জাল দলিল সৃজন করে আমার ১৬ শতাংশ জমি বিক্রয় করিয়া দেয়। যার বিরুদ্ধে আমি বন্দর থানায় ৪৫(১০)১৯ একটি মামলা দায়ের করি। আমার জমি ফিরে পাওয়ার জন্য। ভুক্তভোগী মনির হোসেন জানান, কামাল প্রদান আমার কাছ থেকে ৬৯২৪ নং বায়না নামা দলিলের মাধ্যমে ৬,৩০,০০০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আমাকে সর্বস্বান্ত করে দেয়। ভুক্তভোগী অটোচালক আইয়ুব আলী জানান, প্রতারক কামাল প্রধান, জালিয়াতি করে আমার ৩ শতাংশ জায়গা ৪২৮৭ নং ভূয়া দলিল সম্পাদন করে জাল-জালিয়াতি করে। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে ডিসি ও এসপি সাহেবের নিকট আকুল আবেদন জানাই অবিলম্বে যেন কামাল প্রধানকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। ভুক্তভোগী আরেকজন সোহেল রানা প্রধান জানান, কামাল প্রধান আমার কাছ থেকেও দিপু বাজারে দোকানে দিবে বলিয়া ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে দোকান বুঝিয়ে না দিয়ে উল্টো আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করে। অবিলম্বে আমি কামাল প্রধানের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। এছাড়াও আমি কামাল প্রধান এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ ৩নং যুগ্ম দায়রা জজ আদালতে এন আই এক্ট ১৩৮- ধারায় একটি সেশন মামলা দায়ের করি যার নাম্বার ৮৮৬/১৯। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দানকালে সাংবাদিক আরিফুল ইসলাম জানান কামাল প্রধান একজন চিহ্নিত প্রতারক ও ভূমিদস্যু এবং মামলাবাজ। কামাল প্রধান আমার নিকট হতে দৈনিক আমার সবুজ পৃথিবী পত্রিকা বাবদ স্ট্রাম্পে করে ১,৫০,০০০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে প্রকাশক কামাল প্রধানকে যখন আমি দৈনিক আমার সবুজ পৃথিবী পত্রিকার নিবন্ধন কাগজ পত্র ফটোকপি তার কাছে চাই তখন সে আমাকে দিতে অপরাগতা প্রকাশ করে পরবর্তীতে আমাকে উক্ত পত্রিকা থেকে অব্যাহতি প্রদান করে। পরবর্তীতে আমি আমার টাকা ফেরত চাইলে উল্টো কামাল প্রধান আমার বিরুদ্ধে ৭১/২১ মামলা দায়ের করেন বিজ্ঞ একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জে। তাই আমি মাননীয় ডিসি-এসপি মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি কামাল প্রধানের প্রকাশিত যতগুলো পত্রিকা না’গঞ্জের চলে সেগুলো নিবন্ধিত কি না আপনার একটু যাচাই-বাছাই করে দেখবেন। তদন্ত সাপেক্ষে কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী জনগণকে কামাল প্রধানের রাহুগ্রাসের হাত থেকে রক্ষা করবেন। যেন প্রতারক, মামলাবাজ কামাল প্রধান আর কোনো নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা হামলা না করতে পারে।