মঙ্গলবার বন্দর মডেল প্রেসক্লাবের নির্বাচন
প্রেস বিজ্ঞপ্তিঃ বন্দর মডেল প্রেসক্লাব দ্বি-বার্ষিক ২০২১-২০২৩ নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঔদিন সকাল ১১ টা থেক ১ টা পর্যন্ত বিরামহীনভাবে সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে ভোট গ্রহণ চলবে। জানা গেছে, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দুইটি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ বার্তাডট নেটের সম্পাদক ও প্রকাশক মো. আরিফুল ইসলাম ও জাগো নারায়ণগঞ্জ২৪ডট কমের বার্তা সম্পাদক মো. শরীফুল ইসলাম। অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে জিয়াবুর রহমান জিয়া ও শামীম ইসলাম। এদিকে বন্দর মডেল প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাটিভির সিনিয়র সংবাদ উপস্থাপক কাজী সাইদ, সহকারী হিসেবে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি চেয়ারম্যান আব্দুল সোবহান বেপারী।