বন্দরের বাগবাড়ি এলাকায় দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বন্দর প্রতিনিধি // বন্দরের বাগবাড়ি যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী ( শুক্রবার) বাদ আছর হতে গভীর রাত পর্যন্ত এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ড. কাফিল উদ্দিন সরকার ছালেহী। বিশেষ বক্তা ছিলেন, আলহাজ্ব মাওলানা মোঃ গাজী তামিম বিল্লাহ আল কাদেরী, আলহাজ্ব মাওলানা বদরুল আলম আল কাদেরী। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ জাকির হোসেন জিহাদী। মসজিদ কমিটির সভাপতি হাজী অখিল উদ্দিনেরর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও নাসিক কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান। এ সময় উপস্থিত ছিলেন হাজী মোঃ হোসেন, ব্যাংকার আমিনুল ইসলাম, রবিউল হোসেন, ব্যবসায়ী আক্তার হোসেন, মোঃ সুমন, মোঃ আলমসহ ধর্মপ্রান মুসলমান। সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ সুমন মিয়া, রানা, কালুন, রাজন, রবিন, সাইদুর, রাকিব, আরমান, রিংকন প্রমুখ।