আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মাস্ক ছাড়া কাউকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে, সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। একই সাথে করোনার কারণে এবার আরো কিছু নিয়ম আরোপ করা হয়েছে। এবার ব্যাক্তি পর্যায়ে একসাথে ২জন এবং সংগঠন পর্যায়ে সর্বোচ্চ ৫ জন একসাথে প্রবেশ করতে পারবে। পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত জায়গাগুলোতে দাঁড়ানোর জায়গা লাল চিহ্নিত করা থাকবে। সামাজিক দূরত্ব রক্ষায় সবাইকে ৩ ফিট দূরত্ব অনুসরন করতে হবে।
এছাড়া বিভিন্ন পয়েন্টে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা থাকবে। আজিমপুর রুট হয়ে পলাশী হয়ে এস এম হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে প্রবেশ করতে হবে শহীদ মিনারে। শ্রদ্ধা জানানো শেষে দোয়েল চত্বর ও চানখাঁরপুল দিয়ে বের হতে হবে। এবার ৬.৩০ মিনিটে সীমিত সংখ্যক প্রতিনিধি নিয়ে আয়োজিত হবে প্রভাতফেরী। প্রতিবারের মত এবারও প্রধান সমন্বয়কের কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।