আগামী ১৮ ফেব্রুয়ারির সমাবেশ উপলক্ষে বরিশালে এখন পর্যন্ত জায়গার অনুমোদন পায়নি বিএনপি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে, বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচীব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার ও জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সমাবেশ উপলক্ষে দলীয় কার্যালয় সংলগ্ন অশ্বিনী কুমার হলের সামনে অনুমতি চেয়ে তারা পুলিশের কাছে আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত তাদের এ সংক্রান্ত কোন অনুমতির বিষয় জানানো হয়নি। তবে অনুমতি পাওয়া যাক বা না যাক তারা সমাবেশ করবেন। সমাবেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জন্য দাবি জানানো হবে বলে নেতৃবৃন্দ জানান।