বন্দরে সরকারি কর্মচারী সমিতির জমিতে
ভূমিদস্যুদের অবৈধ সাইনবোর্ড : জিডি
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা সরকারী কর্মকর্তাদের ৭৫জন সদস্যের ক্রয় করা একটি জমিতে অবৈধ দখলের উদ্দেশ্যে মোক্তার হোসেনগং মালিকানাধীন উল্লেখ্য একটি সাইনবোর্ড স্থাপন করেছে প্রতিপক্ষ। গত ৯ফেব্রুয়ারী অজ্ঞাত ব্যাক্তিরা রাতে অন্ধকারে বন্দর থানাধীন চৌধুরীবাড়ী এলাকার ঐ জমিতে সাইনবোর্ড স্থাপন করে চলে যায়।
এ ব্যাপারে ১৩ ফেব্রুয়ারী বন্দর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার ফারুক আহমেদ বাদী হয়ে মোক্তার হোসেনগংদের আসামী করে একটি জিডি এন্টি করে। যার নং -৫৮২।
জানা গেছে, বন্দর উপজেলা সরকারী কর্মকর্তাদের ৭৫জন সদস্য মিলে সমিতির মাধ্যমে বন্দর ইউনিয়নস্থ চৌধুরী বাড়ি এলাকায় একটি জমি ক্রয় করে। গভীর রাতে কে বা কারা ওই জমিতে মুক্তার হোসেনগং নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেয়। খবর পেয়ে বন্দর উপজেলা উপ- সহকারী কৃষি অফিসার ফারুক আহমেদ স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় সাইনবোর্ডটি অপসারণ করতে গেলে তার প্রতিপক্ষ তথা সাইনবোর্ডে উল্লেখিত বন্দর চৌধুরী বাড়িস্থ গনপাড়া এলাকার মৃত আব্দুল হাই খলিফার ছেলে মোক্তার হোসেন, একই এলাকার মৃত শইখ্যা মিয়ার ছেলে মোঃ জামান,তাহাজ্জদ,পুরান বন্দর কাজীবাড়ি এলাকার বিপ্লব সরকার এবং চৌধুরীবাড়ি এলাকার নুইচ্ছা ও দুইক্ষ্যা এতে বাঁধা দেয়। উক্ত জমিতে পূণরায় আসলে প্রাণনাশসহ নানা হুমকি-ধামকি প্রদর্শন করে।
স্থানীয়দের তথ্যমতে খোজ নিয়ে জানা যায়,বন্দর চৌধুরী বাড়ি এলাকার চিহিৃত ভূমি সন্ত্রাসী মোক্তার হোসেন,জামান,তাহাজ্জদ,বিপ্লব সরকার ও গাজাঁ ব্যবসায়ী নুইচ্ছা নিরিহ মানুষের জায়গা-জমি বিভিন্ন সময়ে হয়রানী করে আসছে। উল্লেখিত ভূমিদস্যুদের অত্যাচারে সাধারন মানুষ অতিষ্ট। সরকারী কর্মচারী সমিতির জায়গা নিয়েও তারা হয়রানী করে আসছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
এ ব্যাপারে জমির মালিক বন্দর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার ফারুক আহমেদ জানান, বন্দর চৌধুরীবাড়ি এলাকার জনতা ক্লাবের পেছনে ৮শতাংশ জমিটি বন্দর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৭৫জন সদস্য ক্রয়সুত্রে মালিক হই। যা আমরা ১০বৎসর যাবৎ মৌসুমী ফসল উৎপাদন করে ভোগ দখল করে আসছি। আকস্মিক ভাবে গভীর রাতে বন্দর চৌধুরী বাড়ি এলাকার মুক্তার,জামান,তাহাজ্জুদ,শইখ্যাসহ কিছু উশৃঙ্খল লোকেরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তাদের সাথে সমঝোতা করার জন্য বিভিন্ন উপায়ে তারা হয়রানী করছে। এ বিষয়ে আমরা আইনী সহযোগিতা কামনা করছি।