বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, করোনাভাইরাসের চেয়ে অনেক কঠিন কাজ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার মোকাবিলা করা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তার নতুন বই ‘হাউ টু অ্যাভোয়েড অ্যা ক্লাইটমেট ডিজাস্টার’ নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। বিল গেটস বলেন, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করাই হবে সবচেয়ে আশ্চর্যজনক মানবিক কাজ। তবে এর তুলনায় খুবই সহজ করোনা মোকাবিলা। পৃথিবীতে প্রতি বছর যোগ হচ্ছে ৫১ বিলিয়ন গ্রিন হাউস গ্যাস। এই সংখ্যা শূন্যতে নামিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। বায়ু ও সৌরশক্তি বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনতে পারে মন্তব্য করে তিনি বলেন, তবে এই উৎস থেকে নির্গত হওয়া গ্যাসের পরিমাণ ৩০ ভাগেরও কম। স্টিল, সিমেন্ট, পরিবহন ব্যবস্থা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান যে ৭০ শতাংশ গ্যাস নির্গত করে তাও কমিয়ে আনতে হবে। বিল গেটস বলেন, বেসরকারি খাতগুলোকেও আমাদের বলতে হবে, আমরা সবুজ পণ্য চাই।