বন্দর থানা ছাত্রলীগের উদ্যোগে ঘুড়ি উৎসব পালন
বন্দর থানা ছাত্রলীগের উদ্যোগে ঘুড়ি উৎসব পালিত হয়েছে। রোববার ১৪ ফেব্রুয়ারী বিকেলে সাবদী পার্ক সংলগ্ন এলাকায় এ ঘুড়ি উৎসব পালন করা হয়। ঘুড়ি উৎসব অনুষ্ঠানে বন্দর থানা যুবলীগ নেতা আকিব হাসান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান। উদ্বোধক হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পরিবর্তে তার পিতা সামছুউদ্দিন খান উদ্বোধক করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী নাদিম, যুবলীগ নেতা শেখ মুমিন, আবুল হোসেন, আরিফুল ইসলাম হিরা, নুরবাগ যুব সংঘের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজু। ঘুড়ি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজিমউদ্দিন বলেন, ঘুড়ি বাঙ্গালীর এক ঐতিহ্য। যুগ যুগ ধরে বাংলার মানুষের হৃদয়ে আনন্দ-বিনোদনের অনন্য মাধ্যম এই ঘুড়ি। এই পয়লা ফাল্গুনে ঘুড়ি উৎসবের চেয়ে ভালো আর কি হতে পারে। আমি চাই ছাত্ররা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তারা সবসময়ই এধরণের আয়োজন করবে। বাংলার ঐতিহ্যকে নতুনদের মাঝে ছড়িয়ে দিবে।