চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। রবিবার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। চতুর্থ ধাপে ২৯ পৌরসভায় ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে আর ২৬ পৌরসভায় ব্যালট পেপারে। ফেনীর পরশুরাম ও চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি ৫৪ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৫ জন।
আর ৫৫ পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর পদে ৬শ ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৫৯ জন প্রার্থী রয়েছেন।