যারা সমালোচনা করেছে তারাই ভ্যাকসিন নিচ্ছে : নারায়ণগঞ্জে কুমুদিনী হাসপাতান উদ্বোধন কালে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক
নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেজিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় কুমুদিনী কমপ্লেক্সে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, যারা ভ্যাকসিনের সমালোচনা করেছে তারাই এখন ভ্যাকসিন গ্রহন করছে। তিনি আরও বলেন, করোনা প্রাদুর্ভাভের শুরুতে দেশে মাত্র একটি ল্যাব ছিলো এখন আছে ২২০ টি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের চেয়ারম্যান শ্রীমতি সাহা ও ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু ও লিয়াকত হোসেন খোকা, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সহ অনেকে।