বন্দর মডেল প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়ন পত্র কিনলেন শরীফুল – অভি
বন্দর প্রতিনিধিঃ জমে উঠেছে বন্দর মডেল প্রেসক্লাবের নির্বাচন। নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেছেন সাধারণ সম্পাদক পদে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের বার্তা সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭১ বাংলা টিভির বন্দর ও সোনারগাঁ প্রতিনিধি রাশেদুল হাসান অভি। বুধবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় বন্দর মডেল প্রেসক্লাব কার্যালয় হতে প্রধান নির্বাচন কমিশনার এস এম শাহীন আহম্মেদের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল মান্নান খান বাদল, আনোয়ার পারভেজ সুজন, নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির নব নির্বাচিত সভাপতি মোঃ শহীদুল্লাহ্ রাসেল, কোষাধ্যক্ষ গাফফার হোসেন লিটন, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সম্পাদক প্রার্থী রাশেদুল হাসান অভি,সাংগঠনিক সম্পাদক প্রার্থী শামীম আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য আগামী ১২ ফেব্রুয়ারী বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি করা হবে।