নিজস্ব প্রতিবেদক: দুই বছর আগে বিয়ে করেন গৌতম সরকার।গৌতমের মা- বাবা স্ত্রীসহ ৪ সদস্যের পরিবার নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় বসবাস। বিযের দুই বছরেও সন্তানের মা হতে স্ত্রী ব্যর্থ। সন্তান জন্ম হবে, এ স্বপ্নে সন্তান হওয়ার জন্য হিন্দু পরিবারের হলেও মুসলিম কবিরাজের কাছে চিকিৎসা করতে দ্বারস্ত হন গৌতম ও তার স্ত্রী। কবিরাজ কামাল মিয়া নিয়মিত ভাবে তেল পড়া, পানি পড়া, যারফুখ চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে ভন্ড কবিরাজ কামাল মিয়া গৌতমের স্ত্রীকে যারফু করতে করতে বাড়িতে যায়। এসময় গৃহবধূকে বিছানায় ফেলে শরীরের স্পর্শ কাতর স্থানে তেল মালিশ শুরু করে। এমনতবস্থায় গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে ধরে ধর্ষণ করে ওই বাড়ি থেকে ছিটকে পড়ে ভন্ড কবিরাজ কামাল মিয়া(৫৪)।
এ ঘটনার পর ওই গৃহবধূ তার স্বামীকে আর যেন কবিরাজকে বাড়িতে আসতে নিষেধ করে পুরো ঘটনা বলেন, ভন্ড কবিরাজের ঘটনা অবগত হয়ে গৌতম সরকার বাদি হয়ে মঙ্গলবার দুপুরে ভন্ড কবিরাজ কামাল মিয়াকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে অভিযোগটি আমলে নিয়ে থানায় মামলা রুজু করেন। তার পর থেকে পুলিশ ভন্ড কবিরাজ কামাল মিয়া খুঁজছে পুলিশ।