বন্দরে গার্মেন্টে চাকরীর প্রলোভনে গৃহবধূকে গনধর্ষণ
বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে গার্মেন্টে চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূ(২৪)কে গনধর্ষণ করেছে মদনপুর এলাকার একটি সংঘবদ্ধ চক্র। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদনপুর এলাকার একটি পরিত্যক্ত টিন ঘরে এ গনধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসা শেষে ধর্ষীতা গৃহবধূ বাদি হয়ে বুধবার অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় হাসপাতাল সূত্রে জানাগেছে,পাশ^বর্তী সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউপির কলতাপাড়া গ্রামের মো. ইসমাইল মিয়ার স্ত্রী (২৪) চাকরীর জন্য মঙ্গলবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ইপিলিয়ন গ্রুপের গার্মেন্ট গেইটে অন্যান্যদের সঙ্গে অপেক্ষা করেন। এসময় অজ্ঞাতনামা এক ব্যক্তি ওখানে চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে পাশ^বর্তী বারাকা হাসপাতাল সংলগ্ন আলাউদ্দিনের মালিকাধিন পরিত্যক্ত টিন সেট ঘরে নিয়ে যায়। এর পর থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত ওই ঘরে আটকে রেখে জোর পূর্বক ধর্ষণ করে অজ্ঞাত সংঘবদ্ধ চক্রে সদস্যরা পালিয়ে গেছে।পরে ওই গৃহবধূ স্থানীয়দের সহযোগীতায় বারাকা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ খবর পেয়ে ধর্ষীতার স্বামী ইসমাইল মিয়া এসে স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার গৃহবধূ বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ১৪, তাং-১০-০২-২০২১ইং।
বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) তরিকুল ইসলাম জানান,ধর্ষণের মামলা গৃহবধূ মামলা দায়ের করেছেন। ধর্ষণের ঘটনার বিষয়ে নিভির তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য সবরকম চেষ্টা অব্যহত রয়েছে।