বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করলেন তার ভাই আবদুল কাদের মির্জা।
শনিবার বিকালে তিনি বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ভাইয়ের সঙ্গে আলোচনার পর সব কর্মসূচি প্রত্যাহার করেন কাদের মির্জা।
এ সময় তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আবদুল কাদের মির্জার সঙ্গে এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।