ভারতের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত চলাকালীন পাকিস্তানকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের কথা জানিয়েছেন।
রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লুর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির টেলিফোনে কথা হয়েছে। সেই ফোনালাপে পাকিস্তানকে অকূণ্ঠ সমর্থন দেয়ার কথা জানানো হয়েছে তুরস্কের পক্ষ থেকে।
দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু আরও বলেছেন, আবুধাবিতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশানের (ওআইসি) আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তার বিরোধিতা করবে তুরস্ক।