চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি জুটি বেধে সুপারহিট চলচ্চিত্র ‘পোড়ামন’-এ অভিনয় করেন। এরপর কাজ করেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায়। একই পরিচালকের মুক্তির অপেক্ষায় আছে ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি। তবে নতুন খবর হচ্ছে এক সঙ্গে জুটি হয়ে নতুন তিনটি ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।
শাপলা মিডিয়া প্রযোজিত শাহীন সুমন এর ‘গ্যাংষ্টার’, শামীম আহমেদ রনির ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’। এ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘শাপলা এই মুহূর্তে দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের নতুন তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। সব কয়টি সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি। প্রতিটি ছবিতে থাকছে নতুনত্ব, গল্পেও রয়েছে ভিন্নতা। খুব শীঘ্রই ছবি তিনটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। আশা করছি দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে।’