নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী একটি নৌকা থেকে পড়ে গিয়ে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে এদূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, যাত্রীবাহি একটি নৌকা পারাপারের সময় একটি ট্রলার মুখোমুখি চলে আসে। এ সময় ভয়ে ট্রলারটি মাঝি দেখতে না পারায় আতংকে নৌকার মাঝিসহ আরো তিন যাত্রী নৌকা থেকে লাফিয়ে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে মাঝিসহ তিনজন নিরাপদে তীরে উঠতে পারলেও সাতাঁর না জানায় সাদ্দাম হোসেন নামে এক গার্মেন্টস কর্মী নদীতে তলিয়ে যায়। তাকে উদ্ধারে ডুবুরিদল চেষ্টা চালিয়ে যাচ্ছে।