মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে পুলিশ। করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, লাশ দাফনসহ নানা কাজ করে প্রশংসিতও হয়েছে। এ কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭৫ পুলিশ সদস্য। আক্রান্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে করোনা মোকাবিলা করতে গিয়ে ৭৫ জন পুলিশ সদস্য মারা গেছেন।
করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩৯ জন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩ হাজার ১৬৫ জন। এছাড়া, কোয়ারেন্টাইনে আছেন ১০ হাজার ৫০২ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজারেরও বেশি। পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় একজন পুলিশ সুপার (এসপি), একজন অতিরিক্ত পুলিশ সুপার, ৯ জন পরিদর্শক, ১৫ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), একজন নায়েক, ৩৮ জন কনস্টেবলসহ মোট ৭৫ পুলিশ মারা গেছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর গত ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম পুলিশ সদস্য মারা যান। করোনা সংক্রমণের শুরুতে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা যেভাবে আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তা অনেকটা কমে এসেছে। পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে সময়োপযোগী পদক্ষেপ ও সুরক্ষা নিশ্চিত করার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।