আফগানিস্তানের বাদাখশান প্রদেশে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ৬ আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাহারাক-ফাইয়াজাবাদ মহাসড়কে খাজা আবদাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র সারাউল্লাহ রুহানি গণমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মরদেহ খোঁজ করা হচ্ছে। কয়েক দিন আগেও এখানে আরেকটি দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন ছাত্র প্রাণ হারায়।