বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম—দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এ সিনেমায় শক্তিশালী ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। সিনেমাটি মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে, যেটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সিনেমাটির গল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
ইনস্টাগ্রামে আয়ুশ শর্মা একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানেই সালমান খানের প্রথম ঝলক প্রকাশ হয়েছে। আর সালমানের লুক অন্তর্জালবাসীর মন জয় করেছে। সালমানের লুক প্রকাশের পরই এ সিনেমা নিয়ে জল্পনা-কল্পনা শুরু। সূত্রের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ‘অন্তিম—দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় সালমান খান ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়বেন। এ সিনেমায় শিখ পুলিশের চরিত্রে দেখা যাবে সাল্লু ভাইকে।