নারায়ণগঞ্জ শহরে কালিবাজার সরকারী গনগ্রন্থগারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি কেন্দ্রীয় কমিটির উদ্যেগে মানবাধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে নারায়ণগঞ্জ শহরে কালিবাজার গ্রন্থগারে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান
সোবহান বেপারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি নারায়ণগঞ্জ জেলা সভাপতি মীর আনোয়ার হোসেন, মহানগর সভাপতি মো. মোক্তার হোসেন, বন্দর থানা সভাপতি সাংবাদিক এস এম শাহীন আহাম্মেদ।
আরোও বক্তব্যে রাখেন, মহানগর সাধারণ
সম্পাদক মামুন ইসলাম, দপ্তর সম্পাদক এ কে উজ্জ্বল প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও বন্দর থানা কমিটি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।