বিশুদ্ধ ও পরিচ্ছন্ন জীবন-যাপন করা অনেক কঠিন কাজ। সময়ের শ্রোতে প্রকাশ্যে চলছে অশ্লীলতা। অশ্লীলতা ও নগ্নতার কারণে কিশোর ও যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই গোনাহমুক্ত জীবন লাভে অশ্লীলতা ও নগ্নতা থেকে বেঁচে থাকতে আল্লাহর একান্ত রহমতের বিকল্প নেই।
বিশুদ্ধ ও পরিচ্ছন্ন জীবন লাভে আল্লাহ তাআলা শেখানো ভাষায় তার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা জরুরি।
নিজেকে পাপমুক্ত রাখতে বেশি বেশি এ দোয়া পড়া জরুরি-
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
উচ্চারণ : রাব্বানা ফাগফিরলানা জুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৯৩)
অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদের সব গোনাহ ক্ষমা করুন এবং আমাদের সব দোষত্রুটি দূর করে দিন। আর নেক লোকদের সঙ্গে আমাদের মৃত্যু দান করুন।’
ফেতনা-ফাসাদযুক্ত কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে আল্লাহর একান্ত সাহায্য আবশ্যক। কেননা আল্লাহ যাকে চান তাকে গোমরাহ বা গোনাহে লিপ্ত করার কেউ নেই।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার একান্ত রহমতে দুনিয়ার সব অশ্লীলতা ও নগ্নতার গোনাহ থেকে মুক্ত থেকে পরিচ্ছন্ন জীবন গঠনের তাওফিক দান করুন। আমিন।