ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৩০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে এটি উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির বোমাটি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের সহকারি কমিশনার খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে শ্রমিকরা সিলিন্ডার আকৃতির বোমাটি দেখতে পান। বিমান বাহিনীর বোম ডিসপোজাল টিম এসে তা উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করছে।