না ফেরার দেশে চলে গেলেন বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু’র বড় ভাই হাজী ছালেহ বাবা(রাঃ)’র পাক রওজা শরীফ’র খেদমতদার ছালাউদ্দিন(৭২)(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার(৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় নাসিক ২২ নং ওয়ার্ডের রাজবাড়ীস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ভাই, ৩ বোনসহ অগণিত আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর শাহীমসজিদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মদ্ রাসা মাঠে মরহুম’র জানাজা’র নামাজ শেষে হাফেজীবাগ কবরস্থানে দাফন করা হয়।
হাজী ছালেহ বাবা (রাঃ)’র পাক রওজা শরীফ’র খাদেম মোহাম্মদ কামরুজ্জামান, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, না’গঞ্জ জেলা আওয়ামী লীগ’র কার্যকরী সদস্য হাজী আমজাদ হোসেন, মহানগর শ্রমিক লীগ’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী হোসেন, রোটারিয়ান নুরুল ইসলাম ও ছালেহ বাবা’র মাজারের খেদমতদার মোঃ ইকবাল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের আত্মীয় স্বজন জানাজায় অংশ গ্রহন করেন।