দীর্ঘদিন যাবত জামপুর ও সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের পাশে মিরেরটেক বাজার এবং বস্তল মোড়ে বন্দর উপজেলার মদনপুর মুরাদপুর এলাকার হাবিব,মিঠু,কলতাপাড়া এলাকার ডিস আল আমিন ও আব্দুন নূর একটি সন্ত্রাসী বাহিনী গঠণ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে।
তাদের নেতৃত্বে মাদক ব্যবসা,নারীদের দিয়ে দেহ ব্যবসা,অবৈধভাবে জমি দখল,অস্ত্র নিয়ে মহড়া দিয়ে অসহায় মানুষ এবং ব্যবসায়ীদের জিম্মি করে মুক্তিপন আদায় করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বস্তল মোড়ে আতঙ্ক সৃষ্টি করার জন্য ভূমিদস্যু সাগর চৌধুরী ও আব্দুন নূর,মিঠুসহ অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে।
একই সময় জামপুর ইউনিয়নের এবং নোয়াগাঁও ইউনিয়নের কয়েকটি জায়গায় গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটলে আতঙ্কিত এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষনা দেয়। এসময় বস্তল মোড়ে ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেট কার দরজা লক করে ফেলে রেখে যায় দূবৃত্তরা। পরবর্তীতে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে বস্তল মোড় থেকে পরিত্যাক্ত গাড়ীটি উদ্ধার করে নিয়ে যায়।
বর্তমানে এলাকায় ডাকাত আতঙ্কে রাতে পাহারা দিয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন,বালু ভরাট নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। সমাধানের জন্য উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন আছে।