গত নভেম্বর মাসেবন্দরউপজেলার ৫টি ইউনিয়ন ও নাসিক’র৯টি ওয়ার্ডে তেমন কোনঅপ্রীতিকরঘটনাঘটেনিবলেজানিয়েছেনবন্দর থানাপ্রশাসন।
থানাসুত্রেজানা গেছে,বন্দর থানায় গত নভেম্বর মাসেবিভিন্নঅপরাধেমামলারুজুহয়েছে মোট ৩৯টি। এরমধ্যে মাদকমামলা ৯টি,নারী ও শিশুনির্যাতন দমনআইনেমামলাহয়েছে ৫টি,দস্যুতা মামলা ১টি,চুরি মামলা ২টি ও অন্যান্য মামলাহয়েছেআরো ২২টি। বন্দর থান্য়ারুজুকৃত ৯টি মাদকমামলায় ৯জনকে আদালতে প্রেরনকরাহয়েছে। আরোঅন্যান্য মামলায়আরো গ্রেফতারহয়েছে ৩৭জন। ৯টি মাদকমামলায়পুলিশ ১’শ ৫০গ্রাম গাঁজা,৫১পিছ ইয়াবা,৭৫২বোতল জিনসিন ও ২০ক্যান বিয়ারউদ্ধারকরাহয়েছে। এছাড়াও গত নভেম্বর মাসেবন্দরউপজেলার ৫টি ইউনিয়ন ও নাসিক’র ৯টি ওয়ার্ডে ওয়ারেন্টতামিলঅভিযানচালিয়েজিআরমামলার ৩১,সিআর মামলার ১৬ ও সাজাপ্রাপ্ত ৪জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতারকরেআদালতে প্রেরনকরাহয়েছে।
এ ব্যাপারেবন্দর থানাওসিফকরুদ্দিনভূইয়াজানান,বন্দর থানায় গত নভেম্বর মাসে কোনঅপ্রীতিকরঘটনা ঘটে নাই। আইন শৃঙ্খলানিয়ন্ত্রনে রয়েছে। একটিসুশৃঙ্খলবন্দরনগরীগড়তেআমি চেষ্টাকরেযাচ্ছি। এজন্য আমিজনপ্রতিনিধি,রাজনৈতিকবিদ ও গনমাধ্যমকর্মীদের সহায়তাকামনাকরছি।