বন্দরেচিনারদীএলাকায়জায়গাসংক্রান্তবিরোধের জেরধরে শামসুজ্জোহা এমবিইউনিয়ন উচ্চ বিদ্যালয়েশিক্ষকনিজামউদ্দিন(২৮)কে কুপিয়ে রক্তাক্ত জখমকরেছে স্থানীয় মেম্বার মিজানুররহমানসহতার সাঙ্গপাঙ্গরা।১লা ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চিনারদীএলাকায় এ সন্ত্রাসীহামলারঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরেইবন্দর থানায়শিক্ষকনিজামউদ্দিনবাদীহয়ে মেম্বার মিজানুররহমান ও তারভাই মোজাম্মেলসহঅজ্ঞাতনামাআসামীকরেএকটিঅভিযোগ দায়েরকরাহয়।
অভিযোগেউল্লেখকরাহয়,চিনারদীএলাকায়জায়গাসংক্রান্তবিরোধের জেরধরে শামসুজ্জোহা এমবিইউনিয়ন উচ্চ বিদ্যালয়েশিক্ষকনিজামউদ্দিনের সাথে একই এলাকার স্থানীয় মেম্বার মিজানুররহমানের দীর্ঘদিনধরেজায়গা-জমিনেরসুত্রধরেবিরোধচলছিল। এরই ধারাবাহিকতায়,১লা ডিসেম্বর সকাল ১০টায় মেম্বার মিজানুররহমান ও তারভাই মোজাম্মেল পূর্ব পরিকল্পিতভাবে ১৫/২০জনের একটিসংঘবদ্ধ দল নিয়েশিক্ষকনিজামউদ্দিনেরবাড়িতেগিয়ে তর্কে লিপ্তহয়। উভয়েরমধ্যে কথাকাটাকাটিরএক পর্যায়েশিক্ষকনিজামউদ্দিনকেমারধরকরতে থাকে। শিক্ষকনিজামউদ্দিকেবাচাতেতারমা ও ভাই-বোনএগিয়েআসলে মেম্বার মিজানুররহমানেরভাই মোজাম্মেল তারহাতে থাকা দা দিয়েশিক্ষকনিজামউদ্দিনকেমাথারউপরিভাগে স্বজোরেকুপদিয়েমারাত্বকজখম কওে আহতকরে। নিজামউদ্দিনেরআর্ত চিৎকারেআশপাশের লোকএগিয়েআসলেহামলাকারীরানিজামউদ্দিনেরঘরেতান্ডপচালিয়ে ৪টি মোবাইল সেট ও ২টি স্বর্নেও চেই লুটেনিয়েচম্পট দেয়। এ সময়আহতশিক্ষকনিজামউদ্দিনকেনারায়ণগঞ্জ জেনারেলহাসপাতালেচিকিৎসাপ্রদানকরাহয়।
এ ঘটনায় থানায়মামলারপ্রস্তুতিচলছেবলেআহতেরপরিবারসুত্রেজানা গেছে।