বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ২০১৯ ব্যাচেরপ্রাক্তন ছাত্র রাহাদুল ইসলাম জিহাদের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসায় পাশে দাড়িয়েছে বি এম এম স্কুলের প্রাক্তন ছাত্র সংগঠন। গত জুন মাস থেকে স্বল্পেরচক এলাকার মোঃ মুসলিম মিয়ার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত রাহিমা বেগম (৩৫) এর যাবতীয় চিকিৎসা ও তিনটি কেমো থেরাপির খরচ বহন করলো বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংগঠন।গত শুক্রবার সন্ধ্যায় বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংগঠন পক্ষ থেকে ৩য় কেয়ামোর টাকা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বি এম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র- নাছিম উদ্দিন পলাশ,মাহফুজ আলম মানিক,মাহবুব আলম হিরা,ওমর ফারুক সোহেল,সামসুল আলম প্রমূখ। বি এম স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র রাহাতুল ইসলাম জিহাদ তার মায়ের চিকিৎসায় সকল ব্যাচের বৃত্তবানদের প্রতি আহবান জানিয়েচেন।