গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকামুদ্দিন মোল্লা (৫০)। বাকি একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিরোজপুর জেলার নাজিরপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে।