এসময় আয়োজক সিআইপি মামুন ভূইয়া বলেন, কিশোর-যুবাদের অবক্ষয়মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় নিয়োজিত করতে পারলে কিশোর গ্যাং এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সাংবাদিক মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খবীর আহমেদ, হোসিয়ারী সমিতির সভাপতি নাজমূল আলম স্বজল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, বিকেএমইএ পরিচালক কবির হোসেন,শিল্পপতি আমির হোসেন সহ আরও অনেকে।
আয়োজকদের মূল দলের সভাপতি রুবেল হোসেন জানান, শিল্পপতি মামুন সাহেবের সৌজন্যে সারা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন মাঠে মোট ৬৮ টি দল এবারের বেডমিন্টন টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।