নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা এলাকায় গাড়ির ধাক্কায় সাগর চৌধুরী(২৮) নামে এক হোন্ডারোহীর মৃত্যু হয়েছে। নিহত সাগর চৌধুরী চাঁদপুরের শাহরাস্তি থানার শশীবাড়ি গ্রামের সুবল চন্দ্রের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরের কেওঢালা জাহিন গার্মেন্টসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে সাগর চৌধূরী হোন্ডা চালিয়ে বন্দরের মদনপুর থেকে সোনারগাঁয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন ধরণের গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে এ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।