মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কৃষককুল এই রবি মৌসুমে আলু চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন।সরেজমিনে মাঠে গিয়ে দেখা মিললো কৃষকদের বন্ধু ও কৃষি বিষয়ে সুপরামর্শ দাতা উপ-সহকারী কৃষি অফিসার মো: রফিকুল ইসলাম রুমন এর সাথে।
তিনি জানালেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় চলতি রবি মৌসুমে ২১৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া ভাল থাকলে এবং কৃষকগণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসারদের পরামর্শ মোতাবেক চাষাবাদ করলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।
গত বছর মিরকাদিমে ২০৭ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল।কৃষক মো: আক্তার হোসেন, পরিমল মল্লিক, নিতাই বাড়ীক, আবু তাহের ও রতন বেপারী’র সাথে আলাপ করে জানা যায় তারা উপজেলা কৃষি অফিস ও উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে আলু সহ শাক-সবজী এবং অন্যান্য ফসল চাষাবাদ করে আশানুরূপ ভাল ফসল ঘরে তোলেন।